আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন এর পক্ষে মঙ্গলবার বিকেলে গাবতলীর দাঁড়াইল বাজারে গণসংযোগ করেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল সালাম ভূলন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মুঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, নাড়ুয়ামালা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক মশিউর রহমান রিপন, সদস্য হায়দার আলী, ফোরকান আলী, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর হযরত আলী হিরন, গাবতলী সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি টুলু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান অদু প্রমুখ। এছাড়াও পাঁচমাইল বাজারে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia