গাবতলী (বগুড়া) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদে আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক অফিসার মোছাঃ অলিফা খাতুন।
আরো বক্তব্য রাখেন নির্বাচিত জয়িতা শামীমা আকতার নারগিছ, মর্জিনা বেগম, তানজিমা বেগম ও তহমিনা আকতার, শিক্ষার্থী মারিয়া ইসলাম মিরা, হাফিজা রহমান হ্যাপি প্রমুখ। শেষে প্রধান অতিথি চারজন জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও পুরস্কার বিতরণ করেন।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD