বগুড়ার গাবতলীতে জুয়ার আসর থেকে ৮জন জুয়ারুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪মে/২২ রাতে গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা শান্তির মোড় নামকস্থানে মুদি দোকানদার মনোয়ারুল ইসলামের দোকানের ভিতর থেকে ৮জন জুয়ারুকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওইদিন রাতে হাতিবান্ধা গ্রামের মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে মনোয়ারুল ইসলামের মুদি দোকানের ভিতর জুয়ার আসর বসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি সিরাজুল ইসলামের নির্দেশে এসআই সোলাইমান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ওইস্থানে অভিযান চালিয়ে ৮জন জুয়ারুকে গ্রেফতার করে থানায় আনে।
গ্রেফতারকৃতরা হলো- হাতিবান্ধা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩৭) ও আব্দুর রহিম (৩৫), জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৮), আনছার আলী সাকিদারের ছেলে আবু মুছা (২৪), মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে মনোয়ারুল (৫০), মৃত মোজাহার আলী প্রাং এর ছেলে আতিকুর রহমান (৩২), আব্দুল ছালেকের ছেলে ওবাইদুল ইসলাম (২৮) এবং দৌলতজামানের ছেলে রফিকুল ইসলাম (৩০)। জুয়ারুদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৪৩হাজার টাকা ও বিভিন্ন ব্যান্ডের ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই সোলাইমান আলী বাদী হয়ে জুয়ারুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। তবে অপরাধীদের কোন ছাড় হবে না। সমাজে যে কোন অপরাধ রুখে দিতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD