ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানযালা সরকার ছঈম, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কেক কর্তন করা হয়।
Posted ১১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD