বগুড়ায় গরু চুরির আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষক ও কিষানীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় গাবতলীর হোসেনপুর এলাকায় রাস্তা অবরোধ করে এই মানববন্ধন কর্মসুচি পালন করে। তারা বলেন, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনয়নের হোসেনপুর ৯নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম ও তার বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের গরু চুরি করে রাতের আধারে জবাই করে বিভিন্ন হোটেলে সরবরাহ করে আসছে। কেউ তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারপিট এবং জীবননাশের হুমকী দিয়ে আসছিল খোরশেদ মেম্বার ও তার লোকজন। বিভিন্ন জায়গায় বিচার চেয়েও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তারা এমন সিদ্ধান্ত নেন।
কয়েকদিন আগে খোরশেদ মেম্বারের ৪ সহযোগীকে পুলিশ চোরাই গরুসহ গ্রেফতার করলেও মুল হোতা খোরশেদ এখন পুলিশের ধরা ছোয়ার বাইরে ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক আব্দুল বাসেদ, জলিল মোল্লা, আতোয়ার হোসেন মন্টু, জায়েদুল ইসলাম, আনিছার রহমান, দেলওয়ার হোসেন, শফিকুল, মো হান্নান, ডালিম, মিজানুর , ইউপি সদস্য আব্দুল বারী, পেস্তা, শহিদুল, মাহমুদুল, বাহারুল ইসলাম বাহারসহ আরও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এদিকে গত কয়েকদিন আগে বগুড়া খামারকান্দি গ্রামে একটি কৃষকের তিনটি গরু চুরি হয়। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ করলে কৃষক কোন আইনি সহযোগিতা পায়নি, ওই কৃষক মনে করছে এই গরু চোরা কারবারীরাই তার গরু চুরি করেছে।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD