নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে বৃহস্পতিবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ কক্ষে কমিউনিটি সচেতনতামূলক সভা মডেল থানার উদ্যোগে এবং বাংলাদেশ ইউএনএফপিএ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গাবতলী সার্কেল আহমেদ রাজিউর রহমান। গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলামের সভাপতিত্বে এবং মডেল থানার এস.আই শাম্মী আকতারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য মাহমুদুন নবী অটল, স্থানীয় মসজিদের ঈমাম ওয়াহিদ ক্রনি, বন্ধুমহল সংগঠনের সভাপতি সাদিকসহ আরো অনেকে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD