স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়’র ৫১তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মামুনুর রশিদ রয়েল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাকিল ইসলাম বুলেট, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ খন্দকার, কবীর ইসলাম তিমু, লতিফুল বারী লাভলু, আদর খান, লিটন প্রামানিক, ডালিম, মিলন, সজিব, মোস্তাফিজার রহমান ওদু, রায়হান সুমন, মোশাররফ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম, তারিকুল ইসলাম মুন প্রমুখ। শেষে সজিব ওয়াজেদ জয়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৮:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD