আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন অটুট রাখতে
অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার সকল ধর্মের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সামাজিক সম্প্রীতি সমাবেশ। পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্যদিয়ে আজ বুধবার সকাল ১০টায় বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে হাজারো মানুষের প্রাণবন্ত সমাগমে এই সমাবেশ আরম্ভ করা হয়।
ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসানা আকতার, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধন্য গোপাল সিংহ, উপজেলা কৃষি কর্মকতার্ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর সবুর পিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়,
অবসরপ্রাপ্ত শিক্ষক খগেন্দ্র নাথ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার শাহা প্রমুখ। বক্তারা আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন অটুট রাখতে একে অন্যের প্রতি ভ্রাতিত্বপূর্ণ আচারণ, সম্মান-শ্রদ্ধাবোধ বজায় রাখার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
রাশেদুল ইসলাম। এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকল ধর্মের জনসাধারণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একইস্থানে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।
Posted ৬:০৬ অপরাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD