বগুড়া গাবতলীর তরনীহাট সংলগ্ন মরা বাঙ্গালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আজ বুধবার ৭৫হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে ভস্মিভুত করা হয়েছে। চায়না দুয়ারী জাল দিয়ে বিভিন্ন জাতের ডিমওয়ালা ও পোনামাছ নির্বিচারে ধরার অপরাধে ওইজালগুলো উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। জালের মালিককে না পাওয়ায় মামলা দায়ের কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা আক্তার, বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, সাজ্জাদ হোসেন (প্রকল্প) প্রমুখ।
Posted ৭:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD