বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় হাইস্কুল হলরুমে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম ভুলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আ’লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম। এ সময় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১০:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD