বগুড়ার গাবতলি উপজেলার উত্তর-সরাতলি গ্রামে ৪ বছরের শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত বাইজিদ (৪) মৃত সেলিম এর ছেলে। গতকাল দুপুরের পর হঠাৎ করেই হারিয়ে যায় সে, অনেক খোজাখুজির পর ও তাকে পাওয়া যায়নি। আজ সকাল ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
সে তার মা এবং তার বড় দুই ভাই এর সাথে থাকে। সেখানেই বড় হয় বাইজিদ। পাড়ার অন্য ছোট ছোট ছেলে-মেয়েদের সাথে খেলাধুলা করতো সে। গতকাল যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ভেবেছিল আশেপাশে কোথাও আসে । কিন্তু যখন তাকে আশেপাশে কোথাও পাওয়া গেল না , তখন তারা পাশের গ্রাম গুলোতেও খুঁজেতে থাকে। না পাওয়ায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে।
বাইজিদ এর পরিবারের লোকজন থানায় অভিযোগ করে । এরপর আজ তারা ডুবুরি কে খবর দেয়। ডুবুরিরা এসে খুজে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর তাকে পানি থেকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় ।
গ্রামবাসীরা জানায়, তারা সবাই অবাক এই ঘটনায়। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। শিশুটির এমন মৃত্যুতে লাশ দেখতে অনেক মানুষ ছুটে আসছে। গ্রামের সবাই অবাক এই ঘটনায়।
Posted ১:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | Trisha Mahmud