বগুড়ার গাবতলিতে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে রুপালী ব্যাংকে চুরির চেষ্টা করা হয়। পরে ব্যর্থ হয়ে দুই আনসার সদস্যকে এসিড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে দুই আনসার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারী) ভোর ৫ টার পরে রুপালী ব্যাংকের গাবতলি উপজেলার পীরগাছা শাখায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলি সার্কেল) সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, দুজন লোক পিপিই পড়ে ব্যাংকে চুরির চেষ্টা করছিল। তবে ব্যাংকের কোনো কিছু চুরি হয়নি। ওই দুজন তালা গলানোর জন্য এসিড নিয়ে এসেছিল। সেই এসিডই দুই আনসার সদস্যর শরীরে নিক্ষেপ করে। তিনি বলেন, হামাগুড়ি দিয়ে ব্যাংকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এ দুজন। তারা আগে থেকেই জানতো ক্যামেরা কোনদিকে ছিল। তদন্তে বিস্তারিত জানা যাবে।।
Posted ৯:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD