বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কুড়িগ্রামে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

শনিবার, ১৯ নভেম্বর ২০২২
98 বার পঠিত
কুড়িগ্রামে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা শহরের কলেজ মোড়স্থ আউটার স্টেডিয়ামে শনিবার ও রোববার ব্যাপী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলা উপলক্ষে শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে মেলা প্রাঙ্গনে উদ্বোধনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার রংপুরের পরিচালক মো: ফজলুল কবীর, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্য্যান মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামসহ অন্যান্যরা।


আলোচনা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে মেলার সকল স্টল ঘুরে দেখেন তারা। মেলায় ৪৮টি প্রতিষ্ঠান থেকে ৫৩টি স্টল অংশ নেয়।

মেলায় প্যাভিলিয়ন-১ এ উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন-২ এ ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন-৩ এ হাতের মুঠোয় সেবা ও প্যাভিলিয়ন-৪ এ শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই ভাগে ভাগ করা হয়েছে। রোববার বিকেলে কুইজ প্রতিযোগীতার পর ৪টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


উদ্বোধনে প্রধান অতিথি মো: ফজলুল কবীর জানান, আমরা ফোরআইআর এ যুক্ত হচ্ছি। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবে যাচ্ছি। ভভিষ্যৎ
প্রজন্ম যে চ্যালেন্জ নিয়ে আগাবে সেই চ্যালেন্জটা তাদের সামনে দাড়া করানোটাই মেলার উদ্দিশ্য। ক্যাশ লেস সোসাইটি
হিসেবে তারা কিভাবে রান করবে এবং সামাজিক যে বিষয়গুলো তারা এড্রেস করবে সেগুলো এখান থেকে শিখবে।

Facebook Comments Box


Posted ৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!