কুড়িগ্রাম সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।
হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) ওয়াশরুমের কমোড পরিষ্কার করতে গেলে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোনও এক সময় শিশুটি ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনী ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।’
বাইরে থেকে কেউ নবজাতকটি এনে হাসপাতালের ওয়াশরুমে ফেলে গেছে জানিয়ে তিনি আরো বলেন, আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।
হাসপাতালে উপস্থিত ঘটনার তদন্তে আসা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD