“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উৎযাপিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কালিপদ রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।
Posted ৯:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD