কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে সাইফুল ইসলাম (৫০) নামের অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহা-সড়কের ব্র্যাক অফিসের গেটের সামনে এ দূর্ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারী গামী নদী পরিবহনের একটি বাসের সঙ্গে ভুরুঙ্গামারী থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো চালক সাইফুর রহমান (৫০) অটোরিক্সা থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় ও হাতে আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা অটো চালককে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। অটোরিক্সায় থাকা মনিকা নামে আরো এক যাত্রী গুরুতর আহত হয়। নিহত চালক সাইফুর রহমান ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেলদহ গ্রামের চারমাথা গ্রামেন মৃত পনির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের উপস্থিতিতে সুরতহাল করে দাফনের অনুমতি দেয়া হয়েছে। নিহতের পরিবার দুর্ঘটনায় নিহত ব্যক্তি ও গাড়ির বিষয়ে ক্ষতিপূরণ বা কোন ধরনের আইনি সহায়তার জন্য অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Posted ৯:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD