যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধ্বনি ও নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম’কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল।
আজ শনিবার দুপুরে দাদা মোড়স্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ এসময় মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ অংশ নেয়। পরে পুরাতন শহরের জিয়া বাজারের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পৌর যুবদলের আহবায়ক মো: শহিদুল ইসলাম (শিমুল) এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কাজল, সিনিয়র যুগ্ন আহবায়ক নাহিদ হাসান, সাজেদুল ইসলাম হ্যাবেন সহ পৌর যুবদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের সময় বিএনপি যুবদলের, ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা গুম খুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে, কেননা এই সরকারের আমলে কোন হত্যার বিচার হয়না। আগামিতে দেশে জনগনের সরকার তথা বিএনপি সরকার গঠন হলে সারা দেশে সকল হত্যা কান্ডের সঠিক বিচার হবে।
Posted ৮:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুলাই ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD