কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কাযার্লয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যালয়ের উদ্বোধন করেন দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো. রেজানুর রহমান।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমে’র সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদকের প্রধান কাযার্লয়ের পরিচালক মো. সফিকুর রহমান ভুঁইয়া, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল করিম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন, কুড়িগ্রাম দুদক’র উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু, লালমনিরহাট দুপ্রক’র সভাপতি বীরপ্রতীক ক্যাপ্টেন মো. আব্দুল আজিজ প্রমুখ।
এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে দুদুক কুড়িগ্রাম সমন্বিত জেলা কাযার্লয়ের উদ্বোধন করেন দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো. রেজানুর রহমান। সারাদেশে একযোগে ১২টি সম্বন্বিত কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়। এনিয়ে সারাদেশে সমন্বিত দুদক কার্যালয়ের অফিস সংখ্যা দাঁড়াল ৩৬টিতে। এর মধ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা মিলে এই সমন্বিত কাযার্লয়টি চালু করা হল।
Posted ৮:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD