কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় অপর একটি দাড়িয়ে থাকা ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। গুরুত্ব আহত হয়েছেন আরও একজন। শনিবার (৪ মে) ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চিলমারী থেকে নাগেশ্বরী-গামী একটি বালু বোঝাই ট্রাক কুড়িগ্রামের জিয়া বাজার এলাকায় পৌছালে সেখানে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ওই ট্রাকের পাশে দাড়িয়ে থাকা হেলফার আলম মিয়া আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত ট্রাক হেলপাড়ের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।
অন্যদিকে ঘাতক ট্রাকটির চালকও গুরুত্ব আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আহত ট্রাক চালকের নাম জুয়েল। এখনও তার ঠিকানা জানতে পারেনি পুলিশ।
সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। চালককে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD