কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাপলা চত্বরস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি চাষী এম এ করিম, আবুল কালাম আজাদ, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহŸায়ক রুহুল আমি দুলাল ও যুগ্ম আহŸায়ক আনিসুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ।
এসময় বক্তরা পদ্মা সেতুসহ শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করতে সকল নেতা কর্মীদের পরামর্শ প্রদান করেন। এছাড়াও কর্মসূচিতে মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রায় ৮ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Posted ৯:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD