বগুড়ার কাহালু উপজেলায় চিকিৎসক পরিচয়ে প্রতারণা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. মাছুদুর রহমান।
কারাদণ্ডাপ্রাপ্ত ব্যক্তির নাম এমদাদুল হক মিলন। তিনি উপজেলার ভালতা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ‘ফেরোজা চিকিৎসালয় এন্ড এশা ডেন্টাল কেয়ার’ নামে একটি ক্লিনিক রয়েছে। সেখানে চিকিৎসক হিসেবে দাঁয়িত্ব পালন করতেন এমদাদুল হক মিলন। তিনি নিজেকে দাঁতের চিকিৎসক (ডেন্টিস্ট) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন। কিন্তু তিনি আসলে চিকিৎসক নন। এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রশিক্ষণের কোনো সনদ দেখাতে পারেননি মিলন। পরে প্রতারণা করার অভিযোগে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান বলেন, মিলন চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। প্রতারণার দায়ে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD