বগুড়ার কাহালুতে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে পাশের খাদে পড়ে আরিফুর রহমান জুয়েল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামতলা গ্রামের আকতার হোসেনের ছেলে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কাহালু থেকে ভটভটি যোগে জেলার সারিয়াকান্দি উপজেলায় শোকসভায় যোগ দিতে রওনা হন আরিফুর রহমান জুয়েল। উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় ভটভটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ভটভটিতে থাকা আরিফুর রহমান জুয়েল, রেজুয়ান হক ও শাহাদত হোসেন আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফুর রহমান জুয়েলকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার কাহালু থানার উপ পরিদর্শক (এস আই) নাজমুল হক আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে। জুয়েলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD