বগুড়া কাহালুতে শ্যালো মেশিন চালিত অবৈধ ভটভটি উল্টে খাদে পড়ে আরো একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজন। শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত তিন জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: আখতার হোসেনের ছেলে আরিফুল ইসলাম জুয়েল (২২)কে মৃত ঘোষণা করে।
শনিবার (৩ এপ্রিল) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রমজান আলীর ছেলে মোঃ রেজওয়ান (২০) নামে আরো একজনের মৃত্যু হয়।
নিহত জুয়েল ও রেজওয়ান কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামতলা গ্রামের বাসিন্দা। এতে শাহাদত নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় ২ এপ্রিল শুক্রবার সকালে কাহালু থেকে ভটভটি যোগে জেলার সারিয়াকান্দি উপজেলায় শোক-সভায় যোগ দিতে রওনা হন আরিফুল ইসলাম জুয়েল ও তার সঙ্গীরা। উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় ভটভটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ভটভটিতে থাকা আরিফুল ইসলাম জুয়েল, রেজওয়ান হক ও শাহাদত হোসেন আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফুর রহমান জুয়েলকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার কাহালু থানার উপ পরিদর্শক (এস আই) নাজমুল হক বলেন, এ ঘটনায় আহত দুইজন থেকে আজ ৩ এপ্রিল শনিবার রেজওয়ান নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Posted ৯:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD