পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার কাহালু পাইকড় ইউনিয়নে ৯৫২ দুস্থ পরিবারের মাঝে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭এপ্রিল) সকাল ১০টায় কাহালু ৩নং পাইকড় ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী।
সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। এ বছর প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে।
ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচি এক দিনেই শেষ করা হবে৷ মিটু চৌধুরী আরও বলেন, তৃণমূল পর্যায়ে বসবাসকারী উপকার ভোগীদের খুঁজে বের করে স্বচ্ছ তালিকা করা হয়েছে। এখানে কোন স্বজনপ্রীতি দেখানো হয়নি। যারা প্রকৃত চাল পাওয়ার যোগ্য ঠিক তারাই লিস্ট মোতাবেক পাচ্ছে। এসময় উপকার ভোগীরা বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া এ চাল পেয়ে আমরা খুশি।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD