বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় আবুল কালাম আজাদ(৪৬) নামের একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাতদূর্গা এলাকার দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম আজাদ সোনাতলা উপজেলার ভেলুরপাড়া গ্রামের লালু মিস্ত্রির ছেলে।
জানা গেছে, আবুল কালাম আজাদ সকালে মোটর সাইকেল যোগে দুপচাঁচিয়া থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নওগাঁ-বগুড়া সড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাতদূর্গা রিফাত অটোজ কোম্পানীর সামনে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর পড়ে যায়। এসময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, ট্রাক আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD