বগুড়ার কাহালুতে পাইকড় ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের স্বামী আব্দুর রশিদ (৪৫), কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হাসান এর দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদ সদস্য ও উচলবাড়িয়া গ্রামের মহিলা মেম্বার জাকিয়া সুলতানার বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তার স্বামী আব্দুর রশিদকে ১শ ২পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার উচলবাড়িয়ার গ্রামের মৃতঃ গিয়াস উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD