বগুড়ার কাহালু উপজেলার মুরইলের ভাগদুবড়া গ্রামে আজ রোববার বিকেলে চিলড্রেন এন্ড উইমেন ভিশনের উদ্যোগে অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি শিল্পী, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক গুলশান ই-ইয়াসমীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়েজ উদ্দিন মন্ডল।
বিতরণকালে উপস্থিত ছিলেন হাসেন মন্ডল, হাসান খান, মাসুদ মন্ডল, শ্রী মানিক সরকার, আজাদ মন্ডল, শ্রী প্রভাত সরকার, শফিকুল ইসলাম, আকরাম আহমেদ, আবুল কালাম আজাদ, রুপা, বেলী সহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথি বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ খুব বেশি। এই অঞ্চলের গরীব অসহায় মানুষরা শীতকালে খুব কষ্ট করে জীবন যাপন করে। এই গরীব দুখী মানুষদের শীত থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান। কাহালু উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম ভাগদুবড়া। এই গ্রামের অসহায় মানুষদের জন্য আমাদের প্রতিষ্ঠান আগামীতেও কাজ করবে। মানুষ মানুষের জন্য কাজ করলেই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। তাই আমরা একে-অপরের পাশে থাকব। শীতবস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে দোয়া করেন ভাগদুবড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেন।
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD