মাইনুল হাসান মজনু: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ২১৩০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করলেন, ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল।
সোমবার সকালে বিবিরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে চাল বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ট্যাগ অফিসার ও উপজেল সমবায় সহকারী অফিসার হামিদুল। এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আজাহার আলী প্রমুখ। এ-সময় ইউপি সদস্য জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মুলজুরুল হক মনিমসহ সকল সদস্য ও গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Posted ১:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD