শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাভার্ড ভ্যানের নিচে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   রবিবার, ২৭ আগস্ট ২০২৩
198 বার পঠিত
কাভার্ড ভ্যানের নিচে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার মহাস্থানে মোটরসাইকেল চালানোর সময় ফোনে কথা বলা অবস্থায় কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)৷ সে বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুস সামাদ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টায়, মহাস্থান থেকে মোটরসাইকেল চালিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে তার গ্রামের বাড়ি কাগইল সুলতানপুর দিকে যাচ্ছিলেন। এসময় তিনি মহাস্থান করতোয়া ব্রিজ অতিক্রম করে হাতিবান্ধা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা রংপুরমুখী একটি কাভার্ডভ্যান নীল রংঙের এ্যাপাচি মোটরসাইকেলকে চাপা দিলে মুহূর্তেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে মাথা ফেটে ঘটনাস্থলেই আরোহী নজরুলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নজরুল সে পরিবহণ ও ইট ভাটা ব্যবসায়ী ছিলেন। সে তার পরিবার নিয়ে বগুড়ার উপশহরে বসবাস করতেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই অভিযুক্ত কাভার্ডভ্যানকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরী করে স্বজনদের নিটক হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগও নেওয়া হয়েছে। চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। চালকের লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন আছে কি না, তা নিয়েও কাজ করা হচ্ছে।

এদিকে নিহত নজরুলের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।


Facebook Comments Box


Posted ৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!