রংপুরের কাউনিয়ায় অবরোধের ৩য় দিনে নব্বই দশকের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নির্যাতিত, বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীদের উদ্যোগে বিএনপি জামায়াতের ডাকা অবরোধকে প্রত্যাখান করে আজ বৃহস্পতিবার (২নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, নব্বই দশক ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম দিলদার আলী,রফিকুল ইসলাম, আফজাল হোসেন, যুবলীগ নেতা ইউসুফ আলী, ইউসুফ আলী ছোট, ডালিম, সেলিম প্রমুখ।
৭২ ঘন্টার অবরোধের শেষ দিনেও কোথায় কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি। বিএনপির রেলগেট অফিস কার্যালয় এখন পর্যন্ত তালাবদ্ধ। গত দুদিনের মত উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে কোন নেতাকর্মীকে মিছিল বা অবরোধ করতে দেখা যায়নি।
এ ব্যাপারে নবগঠিত উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD