সারাদেশের ন্যয় বগুড়া জেলার ধুনট উপজেলায় শুরু হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিষেধক টিকা কার্যক্রমের ধারাবাহিকতায় টিকা গ্রহণ করলেন আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ রাশেদ।
তিনি গত (১৫ ফেব্রুয়ারী ) সোমবারে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগে টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেন। করোনার টিকা গ্রহণ অনলাইন নিবন্ধনের তারিখ অনুযায়ী ১৬ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহণ করেন।
করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের ভীতি দূর করতে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। বাংলাদেশে আমদানিকৃত অ্যাষ্টোজেনেকার ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের তুলোনায় কার্যকর নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
টিকা গ্রহণ করার পর তিনি বলেন, আমি টিকা গ্রহণ করার পর এখন পর্যন্ত সুস্থ আছি। আমি সবাইকে টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
Posted ৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD