দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হকের নাম ব্যাবহার করে পুন্ড্র ইউনিভারসিটি কর্তৃপক্ষের প্রতারণামূলক কর্মকান্ডে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের আহবানে, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ ২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া আদমদীঘি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এলকে আবুল হোসেন, আব্দুল হামিদ, আবির উদ্দীন, সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, খায়রুল ইসলাম, মিহির সরকার, মনজুরুল ইসলাম, মনছুর রহমান. আবু মুত্তালিব মতি, মেছবাহ রাহি প্রমূখ।
সমাবেশে বক্তারা পুন্ড্র ইউনিভারসিটি কর্তৃপক্ষের একজন সম্মানী ব্যক্তির নাম ব্যবহার করে প্রতারণা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD