সোজা পথে বাঁকা
এস.আই মানিক
হাজার স্বপ্ন চোখে নিয়ে
ঘুমাই প্রতি নিশি,
দুবাই কাতার সৌদি যাবো
নাম হবে বিদেশি!
লক্ষ্য কোটি টাকার জন্য
দেশটা যাবো ছেড়ে,
দরিদ্রতার সঙ্গে যাবো
আজকে আপোষ করে.
কে মরিলো কে বাচিলো
কি হবে তা দেখে,
টাকা ছাড়া এই দুনিয়ায়
যায়না থাকা সুখে!
বন্ধু নামের মানুষ গুলোর
নাইতো অভাব ভবে,
কেমন করে উঠবো বুঝে
মোর দুঃখে কে রবে!
টাকা হলেই ভালো বন্ধু
প্রেমিক হওয়া যায়,
টাকা ছাড়া সত্য কথাও
মিথ্যা হয়ে যায়!
কেউ রবেনা পক্ষে তোমার
না থাকিলে টাকা,
হাঁটবে নেশা খোরের মতো
সোজা পথে বাঁকা!
Posted ১২:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD