স্বাধীনতার রজতজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশেষ জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান আজ বলেন, বর্তমানে পুরো দেশ এই দু’টি উৎসব উদযাপন করছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এর ব্যতিক্রম নয়। করোনার কারণে দীর্ঘ ১০ মাসের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তাই এই দু’টি অনুষ্ঠানের সাথে মিল রেখে সিরিজটি স্মরণীয় করে রাখতে বোর্ড প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
জাতীয় পতাকার মতো জার্সিতে থাকবে লাল এবং সবুজ রং। জাতীয় পতাকার মতো লাল সূর্যটি গর্বের সাথে জার্সিতে সেট করা হবে। সেখানে মুক্তিযোদ্ধাদের আনন্দ ও উদযাপনের চিত্র থাকবে। এছাড়াও জাতীয় শহীদ স্মৃতিসৌধটি এখানে প্রদর্শিত হবে।
তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ উৎসব। কারণ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। আমাদের মধ্যে উদযাপন করার মতো জার্সি আছে। জার্সিটি আমাদের জাতীয় পতাকার মতো, সবুজ এবং লাল দিয়ে তৈরি। এখানে অন্য কোনও রং নেই। আমাদের পতাকায়, লাল সূর্যটি যেভাবে রয়েছে, আমরা তা ফুটিয়ে তুলবো। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে জয়ী হওয়ার পর যেভাবে পর আনন্দ উদযাপন করেছিলো এবং তারা যেভাবে আমাদের স্বাধীনতা ও আমাদের জাতীয় শহীদদের স্মৃতি উদযাপন করেছে, তা জার্সিতে থাকবে। আমি আশা করি, সকলেরই এটি পছন্দ হবে।’
Posted ৬:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD