শনিবার বগুড়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ও জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জননেত্রী শেখ হাসিনা পরিষদর বগুড়া পৌর শাখার নেতৃবৃন্দ।
এদিন বিকেলে শহরের নূরানী মোড়ে সংগঠন কার্যালয়ে পৌর শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শেখ জহুরুল ইসলাম, বগুড়া জেলা শাখার আহŸায়ক এনামুল হক আইনুর, সদস্য সচিব শাহজাহান আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রাং, সাংগঠনিক স¤পাদক মাহমুদুল হাসান রুপু, আইন বিষয়ক সম্পাদক সামাদ মুন্সি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ও জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খানের সাথে জননেত্রী শেখ হাসিনা পরিষদের নেতৃবৃন্দ বগুড়ায় সংগঠনের বিভিন্ন ধরণের কার্যক্রম তুলে ধরেন এবং বর্তমান সরকারের সকল কর্মকান্ডে দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা পরিষদ কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
এসময় সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি শেখ জহুরুল ইসলাম, পৌর শাখার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রাং, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুপু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud