খেলা হবে
এসআই মানিক
আগে হবো সেলিব্রেটি
তারপরে তো কোটিপতি
আন্ধারেতে জ্বেলে বাতি
সময় কাটবে খেলে সাথি।
বাঘে সিংহে হবে খেলা
এখন বন্ধু তোমার পালা
লাভ হবে না ছেড়ে গলা
মাঠে আসো হবে খেলা।
কিসের পাশা- শাকিব খান
সকলকে আজ ধরে আন
খেয়ে সদরঘাটের পান
মনের সুখে গাইবো গান।
এক নামেতে চিনবে সবে
আসো বন্ধু খেলা হবে
থেমে আছি কেন তবে
খেলা খেলা খেলা হবে।
Posted ৯:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD