মা পারাতো ঘুম
এস.আই মানিক
হয়নি দেখা চাঁদের বুড়ি
ঘুম পারাবে কে,
বসে থেকেই সারারাত
ঘুমহীন কাটে!
সাত ভাই চম্পা নাই
কাজলা দিদির গান,
তাইতো চোখে ঘুম নাই
রাতটাও সুনসান!
লালপরী ও নীলপরিদের
গল্প শুনে রাতে,
ঘুমিয়েছি মায়ের কোলে
স্বর্গ বিছানাতে!
আঁচল খানা বিছিয়ে দিয়ে
মা পারাতো ঘুম,
আমি যখন ঘুমের দেশে
মা দিয়েছে চুম!!!
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD