হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ৪৩বছর বয়সে এসএসসি তে জিপিএ ৫ পেয়েছেন সিরাজগঞ্জের এক ইউপি সদস্য। তিনি কাজীপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোমিন।
আজ সোমবার প্রকাশিত এসএসসি ফল প্রকাশের পর উচ্ছাসে ফেটে পড়েন তিনি। ইউপি সদস্য আব্দুল মোমিন ঝুনকাইল এলাকার শামসুল হকের ছেলে। তিনি ঐ ওয়ার্ডের টানা তিনবার মেম্বার নির্বাচিত হয়েছেন। আব্দুল মমিন ইউপি সদস্য রায়গঞ্জ উপজেলার জি.আর মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
এসএসসিতে উত্তীর্ণ হয়ে আব্দুল মোমিন ইউপি সদস্য আলোকিত বগুড়া’কে জানান, অনেকেই আমাকে বলত আমি নাকি পড়ালেখা জানি না। এলাকার লোকজনকে সেবা দিতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মনে করি। তাই আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করি। আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। ইউপি চেয়ারম্যান, সকল ইউপি সদস্য ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছি।
এ বিষয়ে শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন সেখ তার প্রতিক্রিয়ায় আলোকিত বগুড়া’কে জানান, এটি খুবই ভাল একটি খবর। স্ব-নির্ভর জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই বয়সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে এতে আমরা ইউনিয়নবাসী সবাই উচ্ছ্বসিত।
Posted ৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD