চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দেড় ঘণ্টাব্যাপী। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। সারা দেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে চলবে পরীক্ষা। পরীক্ষা উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
এ বছর সংশোধিত ও পুনর্বিন্যস্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। কমিয়ে আনা হয়েছে পরীক্ষার সময় ও নম্বর। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এবার প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
পরীক্ষা চলাকালীন সময়ে আগামী ২৫শে নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যথাসময়ে এই পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD