মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   শনিবার, ২৯ অক্টোবর ২০২২
209 বার পঠিত
এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গ্যাস বিদ্যুৎ জ্বালানি ও খাদ্য সংকট মোকাবেলায় ব্যর্থ লুটপাট সরকারের পদত্যাগের দাবিতে আজ‌ জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, সরকার রিজার্ভ চিবিয়ে খায়নি বরং সরকারের দালালরা লুট করে, ডলার পাচার করে রিজার্ভ শুন্য করেছে। তিনি বলেন, লুটেরা সরকার দেশকে, দেশের মানুষকে আজ দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, যে দেশে রিকশাওয়ালা, দিনমজুর খেটে খাওয়া মানুষ ট্যাক্স দেয়, ভ্যাট দেয় সে দেশে দুর্ভিক্ষ হতে পারে না। দেশ আজ দুর্ভিক্ষের কবলে পরেছে শুধু আওয়ামী লীগের যে কোন মূল্যে ক্ষমতায় থাকার চেষ্টার জন্য, কারণ আওয়ামী লীগের ক্ষমতায় থাকা মানেই লুটেপুটে খাওয়া।


মজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্ভিক্ষ আর আওয়ামি লীগ একই সুতোয় গাঁথা। এই প্রেসক্লাবে দাঁড়িয়ে ছয় মাস আগেই আমরা দুর্ভিক্ষ হওয়ার আশংকা প্রকাশ করেছিলাম, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি। আজ প্রধানমন্ত্রী নিজেই দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষ গুম হয়, খুন হয়, দেশের মানুষ খাবার পায়না। আজ সরকারি দল বিরোধী দলের ভাষায় কথা বলছে কারণ তাদের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবনেতা এম ইলিয়াস আলী, যুব পার্টির সদস্য সচিব শাহাতাদুল্লাহ টুটুল, সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরীফ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, গাজী নাসির, মহানগর উত্তরের সদস্যচি ফিরোজ কবির, সেলিম খান, মহানগরী দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শফিউল বাসার, বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, আব্দুল হালিম নান্নু, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিণের সহকারী সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, নারী নেত্রী আমেনা বেগম সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর পার্টি অফিসে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:

+৮৮ ০১৭ ৫০ ৯১ ১৮ ৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!