সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম। বুধবার (১৫ জুন) দুপুরের দিকে খুকনী ইউনিয়নের ভাঙন কবলিত ব্রাহ্মনগ্রাম সহ যমুনার ডানতীরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় বগুড়া পওর সার্কেলের তত্তা্ববধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ জেলার সকল উপবিভাগীয় প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিক প্রশ্নের উত্তরে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, যমুনার ভাঙন রোধে ইতোমধ্যে সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। সেটার কাজও চলমান রয়েছে। তবে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ব্রাহ্মনগ্রাম সহ দু এক জায়গায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে। সেটার বিস্তৃতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে পাউবো চেষ্টা করছে। ইতোমধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শেষে এখানে স্থায়ী বাঁধের কাজ করা হবে। আশা করছি প্রকল্প মেয়াদ শেষের আগেই এনায়েতপুরের ব্রাহ্মনগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদীর ডান তীর রক্ষার কাজ শেষ হবে। আতঙ্কের কিছু নেই।
উল্লেখ্য- গত এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মনগ্রাম সহ কয়েকটি স্থানে আকস্মিক নদী ভাঙন দেখা দেয়। এতে ব্রাহ্মনগ্রাম পূর্বপাড়া তারকা মসজিদ সহ বেশ কয়েকটি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। তবে ভাঙন ঠেকাতে পাউবো তাৎক্ষনিক ভাবে জিও ব্যাগ ডাম্পিং করছে। ভাঙনে বিস্তৃতি ঠেকাতে দিনরাত কাজ করছে সংশ্লিষ্টরা।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD