জামালপুরের বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী একই পরিবারের চার ভাইকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুরে ১৬জনকে ক্যানসার ,কিডনী,লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে সরকারিভাবে অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সম্প্রতি আলোচিত হওয়া দৃষ্টি প্রতিবন্ধী চার ভাইকেও অনুদানের চেক দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা তাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুড়া গ্রামের ফুল মামুনের ছেলে মোফাজ্জল হোসেন, আজিম, নাজমুল হক, ও নয়ন মিয়া দৃষ্টি প্রতিবন্ধী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসে। তাই আমি সরকারিভাবে তাদের সহযোগিতা হিসেবে প্রত্যেক ভাইকে ৩ হাজার টাকার চেক প্রদানের ব্যবস্থা করেছি।
Posted ৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৭ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD