কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, এমপিওভুক্তিসহ ৮ দফা দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উপজেলার শাখা আয়োজন উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক ঐক্যজোটের আহবায়ক আব্দুর রশীদ, সদস্য সচিব ফকরুল ইসলাম, শিক্ষক নেতা লিয়াকত আলী আকন্দ, আব্দুল কাদের, কাজী মো. আবুু তাহের, আলেফ উদ্দিন, আব্দুল জব্বার, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, ফজলে কাদের, সাইফুর রহমান, মর্জিনা বেগম, শাহিনা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, গত ৩৮বছর যাবৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ বেতন-ভাতা না পাওয়ার কারণে মানবেতর জীবন যাপন করছেন। অতিদ্রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করার দাবী জানান তারা। এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদরাসাগুলোর পাঠদানের অনুমতির স্থাগিতাদেশ প্রত্যাহারসহ ৮দফা দাবী বাস্তবায়নের দাবী জানান তারা।
মানববন্ধনে ৮দফা দাবী বাস্তবায়নের জন্য আগামি ১৬ ফেব্রæয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
Posted ১১:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD