শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছে সরকার- গাবতলীতে ডিসি সাইফুল ইসলাম

আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
61 বার পঠিত
উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছে সরকার- গাবতলীতে ডিসি সাইফুল ইসলাম

বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। ছবি- আলোকিত বগুড়া

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। দেশের উন্নয়নে সরকার বেশ কয়েকটি ভিশন হাতে নিয়েছেন। এর মধ্যে ২০০৮সালে ঘোষনা দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার। ২০২১সালের আগেই কিন্তু দেশ ডিজিটাল বাস্তবায়ন করেছেন। প্রতিটি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। যার ফলে জনগণ সেখান থেকে সেবা পাচ্ছেন। এখন পরিকল্পিত পরিকল্পনায় ২০৪১সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মাট বাংলাদেশ বির্নিমানের চেষ্টা করা হচ্ছে। এ জন্য সরকার বিভিন্ন প্ররিকল্পনা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের মতবিনিময় সভায় তিনি একথাগুলো বলেন।


ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পিন্টু সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, ফারুক আহম্মেদ, রোকনুজ্জামান, অধ্যক্ষ সাইদুজ্জামান, অধ্যক্ষ রেজাউল বারী, ডাঃ মামুন সরকার, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মজনু, গাবতলী ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, গাবতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ চৌধুরী প্রমুখ।

সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, এ্যাসিল্যান্ড মাহমুুদুল হাসান, টিএইচএ ডাঃ শারমিনা পারভীন, কৃষি অফিসার মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, ইউনুছ আলী ফকির, শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব, শাহীদুল কবীর টনি, আ: রশিদ, আ: ওহাব মন্ডল, আ: মজিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


Facebook Comments Box


Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!