শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। তাই আসন্ন ঈদে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমিয়ে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে চান্দাইকোনা বগুড়া বাজার, শেরপুর ও শাজাহানপুর উপজেলার গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
আজ সোমবার ( ১০ এপ্রিল ) বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
তিনি বলেন, চলাচল নির্বিঘ্নে করতে মহাসড়কে সার্বক্ষনিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, ঈদের ৭দিন আগে ও ৭দিন পরে মহাসড়কে অটোরিক্সা ও থ্রি হুইলার কোন প্রকার চলাচল করবে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের মুখ খুলে দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশকে সজাগ থাকার জন্য নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো. হাবিব, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার, সাসেকের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD