বগুড়ার শাজাহানপুর আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ সি-ব্লক হাইওয়ে পাকা রাস্তার উপর আজ ২৩এপ্রিল (রবিবার) দুপুর প্রায় ১২টার দিকে যাত্রীবাহী বাস টিআর পরিবহনের সাথে এক মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। উক্ত নিহত মোটরসাইকেল আরোহীর নাম রাজা মিয়া। সে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের শুকর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টিআর পরিবহনের সাথে এক মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজা মিয়া। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নাল আবেদীন। নিহত ব্যক্তির প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক আছে। এ বিষয়ে আইনগত বিধি-ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD