গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি খেলতে গিয়ে সহপাঠীর ইটের আঘাতে সিয়াম হাসান (১৩) নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খেলার দুই জন সহপাঠীকে থানায় এনেছে।
স্থানীয়রা জানান, উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের পঁাচকাতুলী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে সিয়াম হাসান একই ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে তার নানা আজিমুদ্দিনের বাড়ীতে থেকে পঁাচবাড়িয়া ইলামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ালেখা করছিল। গতকাল দুপুর সোয়া ২টায় সিয়াম হাসান মধ্যকাতুলী পূর্বপাড়া আবাদী জমিতে তার স্থানীয় বন্ধু সিয়াম, শাওন ও ঈসানের সঙ্গে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি খেলছিল। এ সময় পঁাচকাতুলী গ্রামের সেলিমের ছেলে বন্ধু ঈশানের ছোঁড়া একটি ইট সিয়াম হাসানের ঘারে সজোরে আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় সিয়াম হাসানকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত সিয়ামের সহপাঠী স্থানীয় পঁাচকাতুলী গ্রামের আনোয়ারের ছেলে শাওন ও শখেনের ছেলে সিয়ামকে থানায় এনেছে। ঈশান বর্তমানে পলাতক রয়েছে।
এ প্রসঙ্গে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার আলোকিত বগুড়া’কে বলেন, নিহত সিয়ামের লাশ বগুড়ায় মর্গে রয়েছে। বাদীপক্ষের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:০০ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD