জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কেক কর্তন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মোস্তাইল বাজারে ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের অংশগ্রহনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কর্তন করেন বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর জোষ্ঠ পুত্র সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিাসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক, আমরুল- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান অটল, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হারুন রশিদ পল্টু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোনার, বিএনপি নেতা রেজাউল করিম মিলন মেম্বার, ইয়াছিন আলী, শরিফুল ইসলাম, যুবদল নেতা ফোরকান আলী, রাজিবুল ইসলাম, রনি, আব্দুল্লাহ, তারেক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, আবুল বাশার, খোট্টাপাড় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম-আহ্বায়ক মতুর্জা মাহমুদ, ইমাম হাসান, সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, খোটাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিককে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়াও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে জোড়ালো ভুমিকা রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর জোষ্ঠ পুত্র সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD