জামালপুরের বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে পূর্ণিমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। সে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় বাল্য বিবাহটি বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে হাবিবুল্লাহ মুরাদের সাথে বকশীগঞ্জ পৌর শহরের মো. বাবুল মিয়ার নাবালিকা মেয়ে পূর্ণিমা আক্তারের বিয়ে ঠিক হয়। বিয়ের সকল প্রস্তুতি শেষে শুক্রবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করার কথা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও মুনমুন জাহান লিজা বিয়ের বাড়িতে হানা দেন এবং মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ের সকল কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দেন। এ সময় ১৮ বছরের আগে তাদের মেয়েকে আর বিয়ে দেবেন না মর্মে ইউএনওর কাছে লিখিত অঙ্গীকার করেন পূর্ণিমার বাবা ও মা।
Posted ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD