আজ শুক্রবার বিকালে বগুড়ার সোনাতলায় দুই গুণী ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে সামাজিক সংগঠন আলোর প্রদীপ।
সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন- সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী, শেখ মুহাম্মদ আতিফ আসাদ ও এগ্রো ওয়ান এর নির্বাহী পরিচালক সামিউল ইসলাম।
আলোর প্রদীপ এর প্রধান উপদেষ্টা, সহযোগী অধ্যাপক আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর প্রদীপ এর উপদেষ্টা প্রভাষক আব্দুল ওহাব ও আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনাইদ জামিন অপূর্ব ও রাবেয়া সুলতানা রিয়া।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD